শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ৩০ এপ্রিল ২০২৫ ২২ : ৩১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বৈভব সূর্যবংশীকে নিয়ে অত্যধিক মাতামাতি চান না রাহুল দ্রাবিড়। আইপিএলে রেকর্ড শতরানের পর এমনই জানান রাজস্থান রয়্যালসের হেড কোচ। তবে একইসঙ্গে জানিয়ে রাখলেন, তিনি না চাইলেও, এই বিষয়টা কন্ট্রোলের বাইরে। বুধবার সম্রকারকারী চ্যানেলের প্রেস রুমে সূর্যবংশীকে নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। তাতেই দ্রাবিড় বুঝে গিয়েছেন, এখন থেকে বিশ্ব ক্রিকেট উঠতি ক্রিকেটারকে একা ছাড়বে না। রাতারাতি যে প্রচার পেয়েছেন এবং পাচ্ছেন, সেটা হ্যান্ডেল করতে হবে বিহারের বালককে। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের মেগা নিলামে উঠে রেকর্ড করেন। তারপর সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে আইপিএলে অভিষেক হয়। শেষে সর্বকনিষ্ঠ শতরানকারী। বিশেষ কিছু গুণের জন্য রাতারাতি আদর্শ টি-২০ ব্যাটার হয়ে উঠেছেন। তবে রাজস্থানের হেড কোচ জানালেন, এখনও অনেকটা পথ যেতে হবে। যাত্রা সবে শুরু হয়েছে। দ্রাবিড় বলেন, 'এখন ওর আশেপাশে যা হচ্ছে সেটা থেকে ওকে পুরোপুরি দূরে রাখা যাবে না। ওর বিষয়ে লোকে কী বলছে সেটা আমার হাতে নেই। আমি একটা সাংবাদিক সম্মেলনে এসে শুধুমাত্র বৈভবকে নিয়ে প্রশ্ন পেয়েছি। ওর জন্য চ্যালেঞ্জিং হবে। তবে উত্তেজনাপূর্ণও। আমার মতে ওকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করা উচিত নয়। তবে জানি সেটা কখনও হবে না। ওকে বুঝতে হবে এটা হয়। মাতামাতি থেকে ফোকাস সরিয়ে ক্রিকেটে দিতে হবে। ওকে জায়গা দিতে হবে। এই দেশে ক্রিকেটার হওয়ার এটাই অঙ্গ। প্রচারের আলোর থেকে দূরে থাকা কঠিন। এতেই অনেকে হারিয়ে যায়।'
অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে ঋষভ পন্থ, শুভমন গিল, পৃথ্বী শ, যশস্বী জয়েসওয়ালদের উঠে আসার নেপথ্যে রয়েছেন দ্রাবিড়। এবার তাঁর হাত ধরেই বিশ্বমঞ্চে অভিষেক আরও এক তরুণের। রাতারাতি স্টার হয়ে গিয়েছেন। কী বিশেষ গুণ তাঁকে বাকিদের থেকে আলাদা করে? দ্রাবিড় বলেন, 'ওর মধ্যে কোনও ভয় নেই। বড় মঞ্চে ভয় পায় না। এত অল্প বয়সীদের মধ্যে যা পাওয়া যায় না। হাতে বিভিন্ন শট আছে। আগামী দিনে এর থেকে আরও ভাল হবে। ও এখনও পুরোপুরি তৈরি হয়নি। দলগুলো ওর বিরুদ্ধে স্মার্ট ক্রিকেট খেলবে। টি-২০ এমনই একটা ফরম্যাট, যেখানে সব ম্যাচে রান পাবে না।' ৩৫ বলে শতরানের মধ্যে ছিল ১১টি ছয়। সূর্যবংশীর শটের বৈচিত্রের প্রশংসা করেন রাজস্থানের হেড কোচ। ইতিহাসের পাতায় নাম তোলার পর দ্রাবিড়ের নাম উল্লেখ করেছিলেন উঠতি তারকা। জানান, গত তিন মাসে তাঁর তত্ত্বাবধানে থেকে অনেকটাই উন্নতি করেছেন। কিন্তু কৃতিত্ব নিতে চান না দ্রাবিড়। তিনি জানান, নিজের কৃতিত্ব এবং প্রতিভাই তাঁকে এই জায়গায় নিয়ে এসেছে।
নানান খবর

নানান খবর

বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও গিল

'হঠকারিতা নয়,' ১৪ বছরের বিস্ময় বালককে পরামর্শ কপিলের

ইতিহাসে সাই, শচীনকে টপকে টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ডের মালিক

রাজস্থানের বিদায়ের পর সূর্যবংশীকে আক্রমণ, নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

কেন আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা করেন কোহলি? এতদিনে কারণ খোলসা করলেন তারকা ক্রিকেটার

জার্সি বদল, কেন মুম্বইয়ের বিরুদ্ধে অল পিঙ্ক জার্সিতে রাজস্থান?

দলে নিজের নাম না দেখতে পেয়ে কী করেছিলেন সূর্য? শোনালেন অনেক অজানা গল্প

ল্যাঙ্গারের বুদ্ধি নেই? পন্থের ব্যাটিং পজিশন নিয়ে লখনউয়ের কোচকে তুলোধোনা শ্রীকান্তের

ধোনিকে নিয়ে বড় মন্তব্য, পরের আইপিএলে ক্যাপ্টেন কুলকে দেখতে চান না প্রাক্তন প্রোটিয়া তারকা

ভিগনেশের পরিবর্ত খুঁজে নিল মুম্বই, হাতেখড়ি হতে চলেছে এই ক্রিকেটারের

আইপিএল থেকে বিদায় ধোনিদের, প্রথম দল হিসেবে ছিটকে গেল চেন্নাই

আইপিএলে আবার রেকর্ড চাহালের, ভাইরাল 'বান্ধবী' মাহভাশের সোশ্যাল মিডিয়া পোস্ট

'তুমি আইকন, আমি তোমাকে ভালবাসি,' মিষ্টি ভাষায় ধোনিকে সরে যাওয়ার পরামর্শ অস্ট্রেলিয়া গ্রেটের

এটাই কি শেষ আইপিএল? টসের পর কী বললেন ধোনি?

ঝোড়ো শতরানের পর ভাইরাল বৈভবের আট বছর আগের ছবি, ইডেনে কার খেলা দেখতে এসেছিলেন জানেন?

‘ভয় আমার মধ্যে নেই, গত তিন মাসের অনুশীলনের ফল এটা’, দুরন্ত শতরান হাঁকিয়েও নিরুত্তাপ বৈভব